ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পাকিস্তানের, শতকে উজ্জ্বল বাবর আজম

করাচিতে ম্যাচ জয়ের পর উদযাপন করছেন পাকিস্তানি খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

২৬ এপ্রিল ২০২৫
sports_reporter

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পাকিস্তানের, শতকে উজ্জ্বল বাবর আজম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতকে বিশ্বকাপে হারানোর স্বপ্ন পূরণ করল পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে বাবর আজমের দুর্দান্ত শতকে ভর করে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। ম্যাচের নায়ক ছিলেন বাবর আজম, যিনি ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মাত্র ৯৬ বলে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি চারের আর ২টি ছয়ের মারে।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির অর্ধশতকে ভর করে ভারত ৫০ ওভারে ২৭৮ রান করে। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দারুণ। বাবরের সাথে দারুণ জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান (৬৭)। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।