
২১ এপ্রিল ২০২৫
staff_reporter
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি মো. কাজল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২১ এপ্রিল) র্যাব-১১ এর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার (২০ এপ্রিল) রাতে মুন্সিগঞ্জের সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. কাজল মিয়া বন্দরের সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে। আর ভুক্তভোগী কিশোর সোহান (১৫) ওই এলাকার দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে। সে বন্দরের সড়কে যানজট নিরসনকর্মী হিসেবে কাজ করত।




