নরসিংদীতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
২৩ এপ্রিল ২০২৫

নরসিংদীতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে মো. আমির হোসেন সরকার (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় আলোকবালী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মো. আমির হোসেন সরকার আলোকবালী উত্তর পাড়া গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। নিহত আমির হোসেন সরকার ছাত্রজীবনে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন। গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতেন। সোমবার (২১ এপ্রিল) তার বড় ভাই প্রবাস থেকে বাড়িতে আসে। মঙ্গলবার সকালে আমির হোসেন সরকার তার বড় ভাইকে দেখতে আলোকবালী উত্তরপাড়ার বাড়িতে আসেন। পরে আমিরের ফিরে আসার বিষয়টি টের পেয়ে দুবৃর্ত্তরা তার বাড়িতে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়।