
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, সেই রিকশাচালক গ্রেপ্তার
রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মহানগরীতে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে মরিচের গুঁড়া ছিটিয়ে এ টাকা ছিনতাই করা হয়। গ্রেপ্তার মাসুম নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে। সোমবার (২১ এপ্রিল) রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামাণিকের মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা পাঠান। সকাল পৌনে ৯টায় দিলীপ নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক সে সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়। তখন তিনি একদম কিছুই দেখতে পাচ্ছিলেন না।




